৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবে গেছে

প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ বঙ্গোপসাগরে এমভি তানিম নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।আজ বুধবার বিকেল ৩টার দিকে রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় জাহাজটি ডুবে যায়।এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে। ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের জন্য গম বোঝাই করা হয়েছিল। দুর্ঘটনার পর জাহাজের ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।

সমতা শিপিংয়ের কর্মকর্তা জামাল হোসেন বলেন, যাত্রাপথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে পানি ঢুকে যায়। এরপর মাঝের ও সামনের হেজেও পানি ঢুকলে জাহাজটি ডুবে যায়।

Back to top button