আগামীকাল সোমবার থেকে স্বল্প মূল্যে পণ্য বিক্রির কথা থাকলেও তা স্থগিত করেছে টিসিবি
আগামীকাল সোমবার (১৬ মে) থেকে স্বল্প মূল্যে পণ্য বিক্রির কথা থাকলেও তা স্থগিত করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার রাতে টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন করিব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১১ মে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান জানিয়েছিলেন, ১৬ মে থেকে ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ছোলা বিক্রি করা হবে। একজন ক্রেতা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের সাধারণ ট্রাকসেল কার্যক্রম ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত স্থগিত করা হলো। আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে এক কোটি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।তিনি আরও বলেন, ‘টিসিবির পণ্য বিক্রির ৩০ মে পর্যন্ত স্থগিত , প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। সে কার্যক্রমও চলছে।