অপরাধবিশ্ব সংবাদ

কলকাতায় খুনের প্রতিশোধে ১২ জনকে পুড়িয়ে হত্যা

তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত উপপ্রধান ভান্দু শেখ খুন হওয়ার জেরে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ১২ জনকে জ্বালিয়ে মারা হলো৷  আগুন লাগানো হলো ঘরবাড়িতে ৷ রামপুরহাটের কাছে বগটুই গ্রামের এই ঘটনাটি নিয়ে  রাজনৈতিক চাপান উতর তীব্র হয়েছে৷

তৃণমূল কংগ্রেস এনআইএ এবং সিবিআই তদন্ত চেয়েছে ৷ তারা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দাবি করেছে৷ রাজ্যপাল জগদীপ ধনখর ঘটনাটির নিন্দা করে বিষয়টিকে গণহত্যা বলে বর্ণনা করেছেন৷  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই  বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্যপালকে একটি চিঠি দিয়েছেন ৷

ববি হাকিমের নেতৃত্বে তৃণমূল প্রতিনিধি দল সন্ধ্যায় বগটুই পৌঁছে এক সাংবাদিক বৈঠকে বিষয়টিকে সরকারের  বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন৷  এই ঘটনায়  গঠিত সিট্ তাদের তদন্ত শুরু করে এদিন৷ বিজেপি বিক্ষোভ দেখায় বিধানসভার বাইরে ৷ 

Back to top button