ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে জখম করার অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনার পর রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারীর স্বামী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গৃহবধূর ঘরে ঢুকে ওই চারজন তাকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা দেওয়ায় তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান তারা। লাঠির আঘাতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে যুবকরা চলে যান। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ পাওয়ার কথা জানিয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছেন তারা।অভিযুক্তরা হলেন- একই গ্রামের জুবায়ের আহমদ, ছালিম উদ্দিন, হাবিব উল্লাহ। বাকি একজনের নাম জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. সিফাত আরা শারমিন বলেন, গৃহবধূর মাথায় চারটি সেলাই দিতে হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে পাঠানো হয়েছে।গৃহবধূর স্বামী বলেন, ‘ঘরে একা পেয়ে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে তারা। ব্যর্থ হয়ে চারজন মিলে মারপিট করে পালিয়ে গেছে।’

Back to top button