রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে আগুন

রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে আগুন লেগেছে। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে আগুন লাগে। রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন জ্বলছিল।তাৎক্ষণিকভাবে আগুনে কেউ হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। এখনো আগুন নেভানোর কাজ চলছে।মো. আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের পলাশী, লালবাগ ও সিদ্দিকবাজার কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো গেছে।

রাজধানীর নীলক্ষেত ইসলামিয়া সুপার মার্কেট বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সরদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।জানা গেছে, বই পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন।

Back to top button