রুশপন্থীদের গোলার আঘাতে ইউক্রেনে তিনজন নিহত ও পাঁচজন আহত

রুশপন্থীদের গোলার আঘাতে ইউক্রেনে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চল দনবাসে গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট এ তথ্য জানায়।ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, দনবাসের বিভিন্ন এলাকায় রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা গতকাল ৫৪টি কামানের গোলা নিক্ষেপ করে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

ভ্রুবিভকায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৩১টি অ্যাপার্টমেন্ট ও ১২টি বেসরকারি বাড়ি ধ্বংস হয়। সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এ হামলার ঘটনায় সেখানকার ১২১টি পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। শাস্তিয়ায় বিদ্যুৎ ও গ্যাসের পাশাপাশি বন্ধ রয়েছে পানি সরবরাহও। এই অঞ্চলে একটিমাত্র তাপবিদ্যুৎকেন্দ্র। বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনাপ্রবাহে এ বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধ রয়েছে।

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরেলেঙ্কো বলেন, বিচ্ছিন্নতাবাদীদের ওই হামলায় সরকার–নিয়ন্ত্রিত নভলুহানস্ক গ্রামে এক বেসামরিক নাগরিক নিহত হন। ইউক্রেনের ন্যাশনাল পুলিশ জানিয়েছে, জাইতসেভে গ্রামে দুই সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। আরেক সেনা আহত হন ভদইয়ান গ্রামে। এসব এলাকার পাশাপাশি সেখানকার ভ্রুবিভকা, শাস্তিয়া ও স্তানিতসিয়া লুহানস্কতেও ওই হামলা চলে।

এর আগে গত বৃহস্পতিবার স্তানিতসিয়া লুহানস্কতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে এখনো হামলা অব্যাহত রয়েছে। সেখানে এক সেনাসদস্য আহত হয়েছেন।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘যুদ্ধক্ষেত্রের’ ৪২০ কিলোমিটার এলাকাজুড়ে গত চার দিনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ১০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ এ হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেন।

Back to top button