আলজেরিয়ায় এক সঙ্গে তিন ভাই তাদের স্ত্রীদের তালাক দিলেন

সমাজে আজকাল ডিভোর্স বা তালাক স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। অনেক সময়ই ছোট ইস্যুতেই বিচ্ছেদ হচ্ছে দীর্ঘ দিনের সম্পর্কের। কিন্তু এক সঙ্গে যদি তিন ভাই তাদের স্ত্রীদের তালাক দেয় তাহলে অবাক না হয়ে পারা যায় না। আর বাস্তবে সেই অবাক করা ঘটনাই ঘটেছে আলজেরিয়ায়। কয়েক মিনিটের মধ্যেই স্ত্রীদের তালাক দিয়েছেন তিন ভাই। এই তালাকের পেছনের কারণটাও বেশ হৃদয়বিদারক।

ওই তিনভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না। ওই তিন ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয়। অসুস্থ মা কে এই বয়সে প্রতিবেশির উপরে নির্ভর করতে হচ্ছে এটা তারা মেনে নিতে পারেননি। তাই তালাকের মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গালফ নিউজের এক রিপোর্টে জানানো হয়েছে, মূলত অসুস্থ মা’কে অবহেলা করতে দেখেই আর রাগ সামলাতে পারেননি ওই তিন ভাই। ঘটনার দিন তারা কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন, তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। কিন্তু তাদের স্ত্রীরা মায়ের কোনো দেখভালই করছে না।আর এতেই ক্ষেপে যান তিন ভাই। ফলে সঙ্গে সঙ্গে স্ত্রীদের তালাক দিয়ে দেন তারা।

Back to top button