করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেস বিষয়টি নিশ্চিত করেছে। খবর বিবিসির।রোববার এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রানি এলিজাবেথের হালকা ঠান্ডাজনিত উপসর্গ রয়েছে। তবে তিনি বাসা থেকেই সামনের দিনগুলোতে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।
এতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় নির্দেশনা মেনে রানির প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।এলিজাবেথ বর্তমানে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে রয়েছেন। গত অক্টোবরে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল রানি এলিজাবেথকে। এরপর চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
গত বুধবার এলিজাবেথ রাজপরিবারের সদস্যদের বলেছিলেন, প্রিন্স চার্লস করোনা শনাক্ত হওয়ার পর থেকে নড়াচড়া করতে কষ্ট হচ্ছে তাঁর।গত সপ্তাহে ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার ও তাঁর বড় ছেলে প্রিন্স অব ওয়েলস চার্লসের করোনা শনাক্ত হয়। তাঁর সংস্পর্শে আসার পর রানি এলিজাবেথেরও করোনা শনাক্ত হলো।