ওসি সাজ্জাদ সাবেক ওসি প্রদীপ কুমার দাশের চেয়েও ভয়ংকর
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অটোরিকশাচালক কিশোর বলরাম মজুমদারকে হত্যার প্রতিবাদে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জের ওসি সাজ্জাদ রোমনকে ‘কুলাঙ্গার’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলেছেন।
মির্জা কাদের বলেন, ওসি সাজ্জাদ কোম্পানীগঞ্জে আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কিছুদিন আগে একজন পুলিশ কনস্টেবল অটোরিকশাচালককে চোখে মরিচের গুঁড়া দিয়ে রিকশা ছিনতাইকালে জনতার গণপিটুনির শিকার হয়। পরে ওসি তাকে উদ্ধার করেন।
এ সময় তিনি বলেছেন, ‘ওসি সাজ্জাদ টেকনাফের ওসি প্রদীপ কুমার দাশের চেয়েও ভয়ংকর। এর আগে ওসি সাজ্জাদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় কর্মরত ছিলেন। সেখানেও তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল।’গত ৩১ জানুয়ারি উপজেলার চরহাজারী ইউনিয়নের বাসিন্দা বলরামকে (১৫) নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জে আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে ওসি সাজ্জাদ জড়িত। তিনি প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে সাত লাখ এবং মেম্বার প্রার্থীদের থেকে ৫০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন। তিনি সরকারবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত। ২০০৫ সালে ছাত্রদলের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবুর হাত ধরে পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। কাদের মির্জা বলেন, বলরাম হত্যার সঙ্গে ওসিসহ পুলিশ বাহিনী জড়িত।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ শাখার সভাপতি সন্তোষ মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কমল মজুমদারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক অরবিন্দ ভৌমিক, কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, অ্যাডভোকেট শংকর চন্দ্র ভৌমিক, রনজিত কর্মকার প্রমুখ।
কাদের মির্জার অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি সাজ্জাদ বলেন, তিনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন না।উল্লেখ্য, বিভিন্নসময়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নানামুখী সমালোচনা করে আলোচিত হয়েছেন মির্জা কাদের।