চলতে চলতে হঠাৎ বিস্ফোরণ, উড়ে গেল বাসের সামনের অংশ

সড়কে চলতে চলতে হঠাৎ বিস্ফোরণ, উড়ে গেল বাসের সামনের অংশ। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশকজন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলক্ষেতের ফুটওভার ব্রিজের নিচে এমন ঘটনা ঘটে।  

পথচারী লীনা দিলরুবা শারমিন সেই ঘটনার ভিডিও ফেসবুকে পোস্ট করে লিখেছেন,‘উল্টা দিকে দাঁড়ায় ছিলাম। বিকট শব্দ শুনে দেখি এই অবস্থা। এভিডেন্স রাখার জন্য জাস্ট ভিডিও করেই দৌঁড়ে গিয়ে দেখি মানুষ রক্তাক্ত।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এক ভিডিওতে দেখা গেছে, রাজধানীর বসিলা থেকে উত্তরা রুটে চলাচল করা পরিস্থান পরিবহনের একটি বাস ফুটওভার ব্রিজের নিচে এসে থামে। ঠিক ওই সময়ই বাসটির সামনের দিকের অংশ উড়ে যায়। আতঙ্কে যাত্রীরা নেমে যান।

পরে খিলক্ষেত থানায় যোগাযোগ করা হলে এসআই রাসেল পারভেজ বলেন, ‘খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে পরিস্থান পরিবহনের বাস ফেটে গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

Back to top button