নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী

স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের চেয়ে ৬৬ হাজারের বেশি ভোট পেয়ে আবারও নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হলেন সেলিনা হায়াৎ আইভী। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে ঢাকার উপকণ্ঠের এই শিল্পনগরের উন্নয়নের দায়িত্ব পেলেন তিনি।

১৯২টি কেন্দ্রের ফলে দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ৫৬২ ভোট। সে হিসাবে তৈমুরের চেয়ে ৬৬ হাজার ৫৩৫ ভোট বেশি পেয়েছেন আইভী।

রোববার কোনো ধরনের সহিংসতা ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোটগ্রহণ হয়। সন্ধ্যার পর জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ফল ঘোষণা শুরু হয়। মধ্যরাতে এই নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসে।এই সিটি করপোরেশনে মোট ভোটার ছিল ৫ লাখ ১৭ হাজার ৩৫১। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯১১টি। ভোট বাতিল হয়েছে ৭৭১টি।

সিটি করপোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত ১৪ জন জয়ী হয়েছেন। বিএনপি নেতা ও সমর্থকেরা জয় পেয়েছেন ৯টি ওয়ার্ডে। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) দুজন, বাসদের একজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন।

অপর মেয়র প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ হাতপাখা প্রতীকে ২৩ হাজার ৯৮৭ ভোট, বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়ালঘড়ি প্রতীকে ১০ হাজার ৭২৪ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস হাতঘড়ি প্রতীকে এক হাজার ৯২৭ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন বটগাছ প্রতীকে এক হাজার ৩০৯ ভোট এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়া প্রতীকে এক হাজার ৩০৫ ভোট পেয়েছেন।

প্রধান দুই প্রতিদ্বন্দ্বীমেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার কেউই ভোট চলাকালে বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ করেননি। তবে ভোট শেষে তৈমুর আলম খন্দকার বলেছেন, ইভিএমের কারসাজিতে হেরে গেছেন তিনি। আর ভোটে জয়ী সেলিনা হায়াৎ আইভী সবাইকে নিয়ে নগরীর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভোটগ্রহণের উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। তরুণ থেকে অশীতিপর বৃদ্ধও তাঁদের নাগরিক অধিকার প্রয়োগের এই সুযোগ নিতে আগ্রহ নিয়েই ভোটকেন্দ্রে এসেছেন। তবে অপেক্ষাকৃত বয়স্ক ভোটারদের ইভিএমে ভোট দিতে অসুবিধায় পড়তে দেখা গেছে। বয়স্কদের অনেকে ইভিএমে ভোট দিতে অসুবিধায় পড়েন।

Back to top button