বাবা মা হলেন ফারুকী তিশা

কন্যাসন্তানের মা–বাবা হলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার রাত ৮টা ২৭ মিনিটে ঢাকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিশা। বাংলা ম্যাগাজিনকে খবরটি নিশ্চিত করেছেন ফারুকী। তিনি জানালেন, মা–মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিশা।নুসরাত ইমরোজ তিশা তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। এর আগে একটি ছবি পোষ্ট করে ছবির ক্যাপশনে তিশা লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেনো সবকিছুতে অনুপস্থিত? এই ছবিটাতেই নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন।’ 

এর আগে গেল বছরের ডিসেম্বরে জীবনের সেরা সময় কাটছে বলে জানান জনপ্রিয় তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। কারণ, তাঁরা মা–বাবা হতে যাচ্ছেন। অভিনয়ে যাঁর দুই যুগের টানা পথচলা, সেই তিশার কয়েক মাস ধরে অভিনয়ের কোনো খবরে পাওয়া যাচ্ছিল না। এমনকি করোনার সময়ে স্টুডিওতে গিয়ে যিনি উপস্থাপনা করতেন, তিনি তাঁর বনানীর বাসা থেকে সেই উপস্থাপনার কাজ সেরে নেন। এদিকে খবর রটে, পা মচকে ঘরবন্দী তিনি। চিকিৎসক বলেছেন, পুরোপুরি বিশ্রাম নিতে। এর মধ্যে প্রথম আলো জানতে পারে, মা–বাবা হতে যাচ্ছেন তিশা ও ফারুকী।

বাবা হওয়ার খবর বেশ উচ্ছ্বাস নিয়েই জানিয়েছেন দেশবরেণ্য নির্মাতা ফারুকী। তিশার মতো করে একই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন ৪ লাইনের কবিতা। কবিতার পর তিশার ওয়ালে লেখাগুলোই নিজের মতো করে লিখেছেন তিনি। তিনি জানালেন, মা–মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।

ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘আমরা ভেবেছিলাম আমরা আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখব! কিন্তু ওকে দেখে কোলে তুলে নিলাম, কী হলো আমরা জানি না। চোখের পানি গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতা এবং ভালোবাসার অশ্রু! ভদ্র মহোদয়গণ, আমাদের পরি ইলহাম নুসরাত ফারুকী সবাইকে হাই বলছে! তাকে এবং মাকে আপনার প্রার্থনায় রাখুন…।’

নবজাতকের মুখ না দেখা গেলেও ফারুকী–তিশার শেয়ার করা ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে। বিনোদন অঙ্গনের অন্য তারকারাও এসব ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন। ফারুকীর শিষ্য নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরতম মধুর দৃশ্য, বস।’ নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন, ‘কী আনন্দের সংবাদ। মোস্তফা সরয়ার ফারুকী ভাই আর তিশা বাবা–মা হয়েছেন। তাঁদের জীবন আনন্দে পরিপূর্ণ করুক শিশুসন্তান। আশীর্বাদ ও ভালোবাসা।’

গত বছরের ডিসেম্বরে তাঁদের জীবনের সেরা সময় কাটছে বলে জানিয়েছিলেন জনপ্রিয় তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। কারণ, তাঁরা মা–বাবা হতে যাচ্ছেন।ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী একদিন সাহস করে তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এরপর বিয়ে হয়।

Back to top button