নারীসহ ৯ ডাকাত সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের নারীসহ ৯ সদস্যকে গ্রেফতারকে করেছে র‌্যাব-১১। উক্ত ডাকাত সদস্যদের বিরুদ্ধে নারী সহযোগীদের সহায়তায় অভিনব কায়দায় প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকের সর্বস্ব লুট, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা ডাকাতি করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সোমবার বেলা ১১টায় র‌্যাব-১১’র মেজর মোঃ হাসান শাহরিয়ার সিদ্ধিরগঞ্জের আদমজীরস্থ র‌্যাব-১১’র কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে এ আরও জানানো হয়, এই চক্রের সদস্যরা বেনামে ফেসবুকে ফেক আইডি খুলে কখনও সুমি আবার কখনো সাদিয়া ইত্যাদি নাম ধারণ করে, যুবকদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের ফাঁদে ফেলত। কৌশল হিসেবে কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোশ পরিহিত অশ্লিল ছবি ও ভিডিও প্রদান করে আবার কখনোবা কল গার্ল সার্ভিস প্রদান করার ছলে নির্জন স্থানে নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র ও খেলনা পিস্তল দেখিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে তাদের কাছ থেকে নগদ অর্থসহ ব্যক্তিগত মোবাইল ও বিভিন্ন জিনিসপত্র ছিনিয়ে নিত। 

তিনি আরো জানান, ভুক্তভুগীর কাছে আত্মীয়-স্বজনকে ফোন করে তারা মুক্তিপণ হিসেবে বিপুল পরিমাণ অর্থ দাবি করত এবং পরবর্তীতে ব্লাকমেইল করার উদ্দেশ্যে কৌশলে তাদের স্পর্শকাতর ছবি মোবাইল ফোনে ধারণ করে রাখত। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রত্যেকে এই ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাদিম (২২), মোছাঃ ফাতেমা বেগম (২১), ফয়সাল (২৮), মোঃ রুবেল (২৮), মোঃ বোরহান (৩১), মোঃ আমীর হোসেন, মোঃ আরিফ (৩০) ও অপ্রাপ্ত বয়সী দুই নারীসহ ৯ জন। এ সময় নগদ অর্থ, কল রেকর্ড, ১২টি ফেক ফেসবুক আইডির স্ক্রিনশট, খেলনা পিস্তল এবং একটি মুখোশ উদ্ধার করা হয়েছে।

Back to top button