আজও শিক্ষার্থীদের রামপুরায় সড়ক অবরোধ
নিরাপদ সড়কের জন্য পূর্বের ৯দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বেলা ১১টার দিকে ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী স্কুল ড্রেস পরে সড়ক অবরোধ করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন। বিভিন্ন গাড়ির চালকদের লাইসেন্স পরীক্ষা করছেন।
ইম্পেরিয়াল কলেজ, ঢাকা ন্যাশনাল কলেজ, একরামুন্নেসা স্কুল কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছেন। তারা সেখানে বিভিন্ন রকম প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে গতকাল দুপুর ২টা পর্যন্ত আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। গতকালই আমাদের ঘোষণা ছিল যে আজ বেলা ১১টা থেকে একই দাবিতে আন্দোলনে নামব। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আন্দোলনে নেমেছি। শিক্ষার্থীদের জন্য যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না এ আন্দোলন আমরা চালিয়ে যাব।