হেফাজতের মহাসচিব আর নেই
হেফাজতে ইসলাম বাংলাদেশের মাওলানা মহাসচিব নুরুল ইসলাম জিহাদী ইন্তেকাল করেছেন। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হুজুর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে মারা যান। মৃত্যুকালে নুরুল ইসলামের বয়স হয়েছিল ৭৩ বছর।’ তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এর আগে, শনিবার জাতীয় প্রেস ক্লাবে সন্ধ্যার পর হেফাজতের ওলামা মাশায়েখের সম্মেলন শেষে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নুরুল ইসলাম জিহাদীকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।মীর ইদ্রিস জানান, আজ এশার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৯ আগস্ট ইন্তেকাল করেন হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। গত বছরের ১৩ ডিসেম্বর মারা যান হেফাজতের আরেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী। আর গত বছরের ১৮ সেপ্টেম্বর মারা যান সংগঠনটির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী।
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ২০১০ সালে প্রতিষ্ঠিত হেফাজতে ইসলাম প্রথমবারের মতো ব্যাপক আলোচনায় আসে ২০১৩ সালে। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ইসলাম সম্পর্কে কটূক্তি হচ্ছে এমন অভিযোগ তুলে ওই বছরের ৬ এপ্রিল সংগঠনটি ঢাকা অভিমুখে লংমার্চ করে। তাদের এই শোডাউন ব্যাপক নজর কাড়ে বিভিন্ন মহলের। তবে এর ঠিক এক মাস পর ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচিতে শাপলা চত্বরে অবস্থানকালে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে পালাতে বাধ্য হন হেফাজতের নেতাকর্মীরা। এরপর সংগঠনটি অনেকটা চুপসে যায়।