বুলগেরিয়ায় দুর্ঘটনার পর বাসে আগুন, নিহত কমপক্ষে ৪৫

বুলগেরিয়ায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বলকান এই রাষ্ট্রটির পশ্চিমাঞ্চলে মঙ্গলবার (২৩ নভেম্বর) মহাসড়কের ওপরেই একটি বাসে আগুন ধরে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে। বুলগেরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্ঘটনা কবলিত পর্যটকবাহী একটি বাসে আগুন লেগে যায়। ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।খবরে বলা হয়, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন অগ্নি নিরাপত্তা দফতরের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভিকে জানিয়েছেন, বাসে আগুন লেগে নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ৭ যাত্রীকে দ্রুত উদ্ধার করে রাজধানী সোফিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।তিনি জানান, ‘দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বাসে আগুন ধরে যাওয়ার পর এটি কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় অথবা কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।’

Exit mobile version