জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।জাতীয় পার্টির প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালি আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে জানান, কিছুক্ষণ আগে চিকিৎসকেরা জিয়াউদ্দিন আহমেদকে মৃত ঘোষণা করেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি সকাল সোয়া নয়টার দিকে মারা যান।

জাপা সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।অবস্থার অবনতি হলে পরে জিয়াউদ্দিন আহমেদকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।

সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান লে. জেনারেল এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। 

দলীয় সূত্রে জানা গেছে জিয়াউদ্দিন আহমেদ বাবলু মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

Exit mobile version