সিরাজগঞ্জের উল্লাপাড়ার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার চাটমোহর উপজেলার দাঁদ কয়ড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন- মাসুদ রানা (২০) ও আব্দুল মাজেদ (২৩)। তারা দুজন আপন ভাই। তারা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাশিনাথপুর গ্রামের বদিউজ্জামান মেজরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় চাঁদা নেয় চার প্রতারক। প্রথমে ৪০ হাজার টাকা, পরে মায়ের গহনা বিক্রি করে আরো ৩০ হাজার টাকা দেয় স্কুলছাত্রী। শেষে প্রতারক চক্রটি শিক্ষার্থীর কাছে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করে। পরে মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন শেখ ওই শিক্ষার্থীকে গোপনে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেন। ২৭ আগস্ট রাতে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে একই গ্রামের হরমুজ প্রামাণিকের ছেলে রাকিব (২৮), বদিউজ্জামানের ছেলে মাসুদ রানা (২১) ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে আসামি মাসুদের বড় ভাই আব্দুল মাজেদ (২৫)।
৭ সেপ্টেম্বর শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চার প্রতারকের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফী মামলা দায়ের করেন।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উল্লাপাড়ার স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার পলাতক প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে আসামিদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।