জন্মদিনের প্রস্তুতি শুরু পরীমনি’র

আগামী ২০ অক্টোবর পরীমনির জন্মদিন। এবার আরও বড় পরিসরে জন্মদিন অনুষ্ঠানের পরিকল্পনা করছেন তিনি। স্পনসর নিয়ে এবার জন্মদিন উদ্‌যাপনের কথা ভাবছেন পরীমনি। বলেন, ‘যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করব।

বিনোদনজগতে আসার পর থেকেই নিজের জন্মদিনটা প্রতিবছরই জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপন করেন পরীমনি। পাঁচ তারকা হোটেলের আলো ঝলমলে পরিবেশে একেক বছর থিমের পোশাকে অনুষ্ঠানে হাজির হয়ে সবাইকে চমকে দেন এই ঢালিউড তারকা।

কিন্তু জন্মদিন পালনে স্পনসর কেন?পরীমনি বলেন, ‘কারণ, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করব। এবার আরও ফাটিয়ে উৎসব করব।’ পরী জানালেন এবারের ভেন্যুর সাজসজ্জা কেমন হবে, কেমন হবে তাঁর জন্মদিনের পোশাক—এসব নিয়ে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। 

শরীরের অবস্থা কী জানতে চাইলে পরীমনি বলেন, ‘কয়েক দিন আগে করোনা ও ডেঙ্গু পরীক্ষা করেছি। মঙ্গলবার পরীক্ষার ফল হাতে পেয়েছি। শরীরে এসবের সমস্যা নেই। এটি মৌসুমি জ্বর।সপ্তাহখানেক বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক।’ পরীমনি জানান, আগামী ১৫ অক্টোবর থেকে নতুন ছবি ‘বায়োপিক’-এর শিডিউল দিয়েছেন। মাঝে দু-এক দিন বিরতি দিয়ে টানা ২০ দিন কাজ করবেন তিনি। এরপর ‘প্রীতিলতা’ ছবির বাকি অংশের শুটিং করবেন বলে জানান এই অভিনেত্রী।

গত সপ্তাহেই সিনেমার কাজে যোগ দিয়েছেন পরীমনি। ‘মুখোশ’-এর ডাবিংয়ে অংশ নেন। দুই দিন কাজের পর অসুস্থ হয়ে পড়েন। এর পর থেকে বাসায় বিশ্রামে আছেন তিনি। পরীমনি জানালেন, ‘আর ৪০ মিনিটের ফুটেজের ডাবিং করলেই “মুখোশ” ছবিতে আমার অংশের কাজ শেষ হয়ে যেত। অসুস্থতার কারণে শেষ করতে পারিনি।’

Back to top button