৭ অক্টোবর কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন আগামী ৭ অক্টোবর। এ ছাড়া  স্থগিত থাকা নয়টি পৌরসভা ও ১৬১ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকার এ ঘোষণা দেন।

কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুুযায়ী মনোনয়ন দাখিল ১৩ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২০ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ আগামী ৭ অক্টোবর।৩০ জুলাই সাংসদ আলী আশরাফের মৃত্যুতে কুমিল্লা-৭ আসনটি শূন্য হয়।

ওই দিনই নয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, তিনটি ভাইস চেয়ারম্যান, একটি পৌরসভার মেয়র, তিনটি কাউন্সিলর ও সিটি করপোরেশনের পাঁচটি কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version