জুলহাজ-তনয় হত্যা মামলার রায়ঃ ৬ জনের মৃত্যুদণ্ড
সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় মেজর জিয়াসহ ছয় জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এই মামলায় আরও দুইজনকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় এ রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস বিরোধ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম, শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ও আসাদুল্লাহ ওরফে ফয়জুল। আদালত একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অপরাধ প্রমাণিত না হওয়ায় সাব্বিরুল হক চৌধুরী ও জুনায়েদ আহমেদ ওরফে মাওলানা জুনায়েদকে খালাস দিয়েছেন আদালত। এদের মধ্যে জিয়া, আকরাম, সাব্বিরুল ও জুনায়েদ পলাতক। মোজাম্মেল, আরাফাত, আব্দুল্লাহ ও আসাদুল্লাহ কারাগারে আছেন।
আসামিদের মধ্যে চারজন পলাতক এবং চারজন কারাগারে রয়েছেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে আসামি মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে মামলাটির রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গোলাম ছারোয়ার খান (জাকির) রায় ঘোষণার সময় জানিয়ে বলেছিলেন, আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ সান্দেহাতিভাবে প্রমাণ করতে পেরেছি। তাই আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছি।
মামলার বাদী জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাংলা ম্যাগাজিনকে বলেন, ‘আমার ভাইকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে। আমি তদন্ত করে অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও উপযুক্ত বিচার চেয়ে মামলা করেছিলাম৷ দীর্ঘদিন পর আজ রায় হয়েছে। ঘাতকরা আমার অজ্ঞাত। আমি কাউকে চিহ্নিত করে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারিনি। তাই রায়ে সন্তোষ বা অসন্তোষ প্রকাশের অবকাশ আমার নেই। রাষ্ট্রের দায়িত্বশীল যারা পুরো প্রক্রিয়ায় যুক্ত থেকে দায়িত্ব পালন করেছেন, এ ক্ষেত্রে তাদের মতামত নেওয়াই ভালো হবে।’
রাজধানীর কলাবাগানের লেক সার্কাস এলাকায় ২০১৬ সালের ২৫ এপ্রিল বাড়িতে ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় দুটি মামলা দায়ের হয়। জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
রাজধানীর কলাবাগানের লেক সার্কাস এলাকায় ২০১৬ সালের ২৫ এপ্রিল বাড়িতে ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় দুটি মামলা দায়ের হয়। জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শামীম অস্ত্র আইনে মামলা দায়ের করেন।