পলাতক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ক্রেতা খুঁজছেন

দেশের সমালোচিত শিল্পোদ্যোক্তা আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবার বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার চেষ্টা করছেন। বিদেশী ক্রেতার পাশাপাশি স্থানীয় একাধিক বড় ব্যবসায়িক গ্রুপের কাছেও ব্যবসা বিক্রির প্রস্তাব দিয়েছিলেন তারা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, যুক্তরাজ্যভিত্তিক ক্যাডবেরির মূল কোম্পানি মন্দালেজ ইন্টারন্যাশনালের কাছে অলিম্পিকের শেয়ার বিক্রির আলোচনা ভেস্তে যাওয়ার পর স্থানীয় বড় করপোরেটদের দ্বারস্থ হন আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবার।এরই মধ্যে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি বড় ব্যবসায়িক গ্রুপ যাদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ রয়েছে, তাদের কাছে ব্যবসা বিক্রির প্রস্তাব দেন তারা। 

কিন্তু তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাজারমূল্য অনেক বেশি হওয়ায়কেউ এটি কিনতে আগ্রহী হচ্ছেন না। এর ওপর ফেরারি আজিজ মোহাম্মদ ভাইয়ের বিতর্কিত ইমেজের কারণেও পিছিয়ে যাচ্ছেন অনেক ক্রেতা। ফলে বাংলাদেশ থেকে ব্যবসা গুটাতে চাইলেও বর্তমানে কোনো ক্রেতা খুঁজে পাচ্ছেন না পলাতক এ ব্যবসায়ী।

তবে অলিম্পিকের বাজারমূল্য অনেক বেশি হওয়ার কারণে তারা শেষ পর্যন্ত পিছিয়ে যায়।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের দর অনুযায়ী অলিম্পিকের বাজার মূলধন ছিল ৩ হাজার ৬১৬ কোটি টাকা। আজিজ মোহাম্মদ ভাইয়ের তালিকাভুক্ত আরেক কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন ছিল ১০৬ কোটি টাকা। এত বড় অংকের নগদ অর্থ বিনিয়োগ করে স্থানীয় কোনো কোম্পানি আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যবসা কিনতে চাইছেন না।এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়।   

আজিজ মোহাম্মদ ভাই তার ব্যবসা বিক্রি করে দেশের বাইরে অর্থ নিয়ে যাবেন এ বিষয়টিও অনেক ক্রেতাকে ভাবাচ্ছে।কারণ এতে দেশ থেকে অর্থ বাইরে চলে যাবে এবং সরকার বিষয়টিকে কীভাবে দেখবে সেটি নিয়েও শঙ্কা রয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দেশ ছাড়া বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে নিরাপদ দূরত্বও বজায় রাখতে চাইছেন তারা।

দেশের একটি শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদকের কাছেও অলিম্পিক কিনে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।কোম্পানিটির বিস্কুটের ব্র্যান্ড ভ্যালুর কারণে তারাও এটি কিনতে বেশ আগ্রহী ছিলেন। কিন্তু তাদের কাছেও অলিম্পিকের দাম অনেক বেশি মনে হয়েছে। এত বেশি অর্থ ব্যয় করে নতুন কোম্পানি কেনার চেয়ে নিজেদের বিদ্যমান ব্যবসায় বিনিয়োগ করলেই বেশি লাভ হবে এ চিন্তা করে তারা প্রস্তাবটি ফিরিয়ে দেন।

দেশের অন্যতম এক কনগ্লোমারেটের কাছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিক্রির প্রস্তাব এসেছিল।তাদের কাছে বেশকিছু নগদ অর্থও রয়েছে। প্রথমে আগ্রহী হলেও পরবর্তী সময়ে এত অর্থ ব্যয় করতে রাজি হননি গ্রুপটির কর্ণধাররা। আগ্রহী প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের সঙ্গে কথা হয় বাংলা ম্যাগাজিনের। তিনি জানান, অলিম্পিক কেনার জন্য আমাদের কাছে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু কোম্পানিটির শেয়ারদর অনেক বেশি। এত টাকা দিয়ে কে বিস্কুট কোম্পানি কিনতে যাবে? এর চেয়ে অনেক কম অর্থ ব্যয়ে নতুন বিস্কুট কোম্পানি খুলে ফেলা যায়। আগের তুলনায় ব্যবসায়িক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এখন আর আগের মতো ১৫-২০ বছর ধরে পণ্য বিতরণ ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন হয় না। অর্থ ব্যয় করলে দুই বছরের মধ্যেই দেশব্যাপী বিতরণ নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। আমাদের কাছে যখন প্রস্তাব আসে, তখন অলিম্পিকের বাজার মূলধন ছিল ২ হাজার কোটি টাকারও বেশি। এ টাকা দিয়ে চাইলে আমি দুটি ব্যাংক কিনে নিতে পারতাম। সব মিলিয়ে প্রস্তাবটি আমাদের কাছে লাভজনক মনে হয়নি। তাই বিষয়টি আর বেশিদূর এগোয়নি।

মন্দালেজের সঙ্গে আলোচনার পর থেকেই বেশ কয়েক বছর ধরে আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বিক্রি করে দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় পুঁজিবাজারে।সে সময় কিছুদিন এ খবরে কোম্পানিটির শেয়ারদর বেড়েছিল। এমনকি কিছু বিদেশী বিনিয়োগকারীও কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। অবশ্য দীর্ঘদিন ধরে এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য না থাকায় অনেকটা পাদপ্রদীপের আড়ালে চলে গিয়েছিল ইস্যুটি।

অবশ্য শেয়ার বিক্রির বিষয়টিকে গুঞ্জন হিসেবে উল্লেখ করে সম্প্রতি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কর্মীদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী।এ বিষয়ে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব নাজিমউদ্দীন বলেন, ব্যাংকক থেকে আমাদের এমডি চিঠির মাধ্যমে শেয়ার বিক্রির গুঞ্জনে কান না দিতে বলেছেন। এসব বিষয়ে আমাদের কাছে কোনো তথ্যও নেই। অন্য সবার মতো আমরাও মানুষের কাছে শেয়ার বিক্রির নানা গুঞ্জন শুনে থাকি।

আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালক।তার চাচা মুবারক আলী রয়েছেন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। মুবারক আলীর ছেলে মুনীর আলীও অলিম্পিকের পর্ষদ পরিচালক। একই দায়িত্বে রয়েছেন মুবারক আলীর দৌহিত্র তানভীর আলীও। দীর্ঘদিন ধরে দেশে না থাকলেও এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই নিজেই। তার স্ত্রী নওরীন আজিজ মোহাম্মদ ভাই কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া কোম্পানিটির পর্ষদে পরিচালক হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ ভাইয়ের দুই মেয়ে নুরজাহান হুদা ও সাকিনা মিরালি। এর বাইরে ম্যান্টিকোর ইঞ্জিনিয়ারিং, ম্যান্টিকোর টেকনোলজি, এমকো হোল্ডিং, বেঙ্গল পেট্রোলিয়াম ও অক্সাস এন্টারপ্রাইজের পর্ষদেও তারা পরিচালক হিসেবে রয়েছেন। মুবারক আলীর দৌহিত্র তানভীর আলী কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালক। এ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে এ পরিবারের আরেক সদস্য আনিসা আমির আলীও রয়েছেন। আজিজ মোহাম্মদ ভাইয়ের অবর্তমানে তার স্ত্রী নওরীন আজিজ মোহাম্মদ ভাই সব ব্যবসার দেখভাল করেন বলে জানা গিয়েছে।

 

Exit mobile version