বৃহস্পতিবারই মা হতে চলেছেন নুসরাত

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে নয়,  আগস্টের শেষেই মা হতে চলেছেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। সূত্রের খবর অনুযায়ী বুধবার  কিংবা বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চলেছেন অভিনেত্রী। তবে তাঁর সি সেকশন কবে হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি তাঁর চিকিৎসক। শোনা যাচ্ছে সব ঠিক থাকলে বৃহস্পতিবার মা হবেন নুসরাত জাহান।  

আজ বুধবার সকালেই টালিউড পাড়ায় এ গুঞ্জন ছড়িয়েছে।শোনা যাচ্ছে, সন্তান প্রসবের জন্য নুসরাত হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সঙ্গে রয়েছেন প্রেমিক যশ দাশগুপ্ত। যদিও খবরটির শতভাগ সত্যতা জানা যায়নি।

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক, গত কয়েকমাসে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর বাচ্চার বাবা কে সে নিয়ে যদিও মুখ খোলেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে যেভাবে প্রেগন্যান্সি পিরিয়ডে সবসময় তাঁর পাশে থেকেছেন যশ, সেভাবেই হাসপাতালেও নুসরাতের পাশেই থাকবেন তিনি। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাননি যশ। 

রবিবার আউটিংয়ের ছবি পোস্ট করে নুসরাত লিখেছিলেন, ভালো দিনের দিকে এগোচ্ছেন। সেদিন থেকেই শুরু হয় গুঞ্জন, তাহলে কি এই সপ্তাহেই মা হতে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবারও যশ ও নুসরাতের ইনস্টাগ্রাম স্টোরি দেখে বোঝা যাচ্ছে তাঁরা  রেস্তোরায় একসঙ্গে খেতে গিয়েছিলেন। তারই মাঝে বুধবার সকালেই জানা যায় যে, নুসরাতের ‘বেটার ডেজ’ সত্যিই একেবারে দোরগোড়ায়। 

Back to top button