ধর্ষণের প্রতিবাদে সুপ্রিম কোর্টে দেহে অগ্নিসংযোগ
সাংসদের ধর্ষণের প্রতিবাদ জানাতে সুপ্রিম কোর্টের প্রবেশপথে দেহে অগ্নিসংযোগ, মৃত তরুণী ও পুরুষ বন্ধু।বহুজন সমাজ পার্টির সাংসদ অতুল রাই তাকে তার বারাণসীর বাড়িতে নাগাড়ে ধর্ষণ করেছেন- এই অভিযোগ জানিয়ে আগেই পুলিশে দ্বারস্থ হয়েছিলেন তরুণী। পুলিশ সাংসদ অতুল রাইকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও করেছে। সাংসদের দিন কাটছে এখন জেলের চার দেওয়ালের মাঝখানে।
কিন্তু, সাংসদের ভাই সম্প্রতি মামলা এনেছেন যে, পুরো ধর্ষণের ঘটনাটিই ধাপ্পাবাজি, ষড়যন্ত্র। তার সাংসদ দাদাকে ফাঁসানো হয়েছে। এই মামলার শুনানির মধ্যেই একটি ফেসবুক লাইভ করে ধর্ষণের অভিযোগকারিণী তরুণী আর তার পুরুষ বন্ধু জানান, এমনটি ঘটবে তা তারা জানতেন। সাংসদ নিরাপরাধ প্রমাণিত হবেন আর তারা ষড়যন্ত্রের অংশীদার বলে চিহ্নিত হবেন। চিত্রনাট্য সাজানোই আছে।