সংগীতশিল্পী ন্যান্সি আবারও বিয়ে করছেন

সংগীতশিল্পী ন্যান্সি আবার বিয়ে করতে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে বিয়ে করবেন তিনি— গণমাধ্যমে এ খবর ন্যান্সি নিজেই জানিয়েছেন সপ্তাহ দুই আগে। সে সময় ন্যান্সি গণমাধ্যমকে বলেন, জীবন থেমে থাকে না। নতুন জীবন শুরু করবো, এটা ফাইনাল। তবে দিন-তারিখ পরে জানাবো। অনুষ্ঠান করলে অবশ্যই দাওয়াত পাবেন।

গেল এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান সংগীতশিল্পী ন্যান্সি। এবার জানা গেল, তৃতীয় বারের মতো বিয়ে করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি জানান, ‘আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে যাচ্ছি। তবে পাত্র কে- সেটা এখনই জানাতে চাই না।’

তৃতীয় বিয়ে ন্যান্সি বেশ ধুমধাম করেই করবেন বলে জানান। সাধারণত যেমন আয়োজনে বাঙালি নারীর বিয়ে হয়, ন্যান্সির আগের বিয়েগুলো সেভাবে হয়নি বলে জানিয়েছেন তিনি। বিয়েতে পূরণ হয়নি তার শখ। এবারের বিয়েতে সেই শখ পূরণ করতে চান তিনি। ন্যান্সি বলেন, এমনিতেও আমার কখনও বউ সাজা হয়নি। হাতে মেহেদী লাগাইনি। এটা আমার একটা অপূর্ণ শখও বলতে পারেন। আমি চাই এবার আনুষ্ঠানিকভাবে শুভ কাজটা সারতে।’

নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে ছয় বছরের ওই সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা।  ন্যান্সি পরে নাজিমুজ্জামান জায়েদ নামে আরেকজনকে বিয়ে করেন ২০১৩ সালের ৪ মার্চ। তার সঙ্গেও বিচ্ছেদের পর নতুন সংসার গড়তে যাচ্ছেন ন্যান্সি।

এক ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লিখেন, ‘দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।’

সে সময় সেপ্টেম্বরে বিয়ে করবেন জানালেও পাত্র সম্পর্কে আগাম কোনো ইঙ্গিত দিতে নারাজ ন্যান্সি। তবে সেপ্টেম্বর মাস আসার আগেই ফেসবুকে জানিয়ে দিলেন তিনি এখন আর সিঙ্গেল নন। ২৩ আগস্ট রাতে ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘গট ইনগেজড’ লিখেছেন তিনি। এরপর আসতে থাকে ‘শুভ কামনা’ জানিয়ে মন্তব্য।

বিষয়টি নিয়ে ন্যান্সির সঙ্গে যোগাযোগ করা হলে এবারও জানান, রিলেশনশিপ স্ট্যাটাস ‘ইনগেজড’ লিখলেও বিয়ে সেপ্টেম্বরেই করছি এবং পাত্র কে তখনোই জানাবো। 

Back to top button