রওশন এরশাদ আইসিইউতে

সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।এমন অবস্থায় তার ছেলে রাহ্গীর আলমাহি সাদ বিরোধীদলীয় নেতার আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।এদিকে, বিরোধীদলীয় নেতার কোভিডজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গত ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে।বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’

এর আগেও, একাধিকবার তিনি সামরিক হাসপাতালে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের সমস্যাসহ পাকস্থলি এবং গ্যাস সমস্যার চিকিৎসা নিয়েছেন।তবে, পারিবারিক সূত্র জানিয়েছে এবারে তার শারীরিক জটিলতা প্রকট। 

Exit mobile version