কানের লতি কখন পড়বে
সেলুনে চুল কাটাতে গেছেন এক ভদ্রলোক। নাপিত কাঁচি চালাতে শুরু করলে তিনি দেখতে পেলেন পায়ের কাছে একটা কুকুর চুপচাপ বসে আছে
ভদ্রলোক: কুকুরটা নিশ্চয়ই প্রশিক্ষণপ্রাপ্ত। কেমন শান্ত হয়ে বসে আছে।
নাপিত: ওটা প্রতিদিনই ওখানে বসে থাকে। কানের লতি কখন পড়বে, সেই আশায়।
দর্জির ছেলের উচ্চতা মাপার কৌশল
এক দর্জি তার ছেলেকে নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। এক লোক দেখে বলল—
লোক: কি ভাই, আপনার ছেলে না-কি?
দর্জি: হ্যাঁ, এইটা ছোটটা।
লোক: বড়টা কত বড়?
দর্জি: ছোটটার চেয়ে চার গিরা বড়।
দুই টনের এসি
গ্রামের মাতব্বর চিন্তাগ্রস্ত মুখে চা স্টলে বসে আছেন। তার এক বন্ধু জিজ্ঞাস করেন – কি ব্যাপার? সব ভালো তো!মাতব্বর – আর বলিস না! দুই টনের এসি কিনে বাড়ি আনার পর ওজন করে দেখি সেটা মাত্র বত্রিশ কেজি! এভাবে ঠকাবে, আমার ধারণার বাইরে!
ইংরেজ ও বাঙ্গালী
একবার এক পাজামা পরিহিত কোলকাতার বাঙ্গালীকে দেখে এক ব্রিটিশ জিজ্ঞাসা করলোঃ তোমার এই loose Indian Trouser কতদিন চলে…..??কোলকাতার বাঙ্গালীঃ দাদা, খুব বেশিদিন চলে না……
ব্রিটিশঃ তবু কতদিন হতে পারে?বাঙ্গলীঃ আমি এটা দু বছর পড়ি তারপর আমার স্ত্রী ওটার পা দুটো কেটে জুড়ে পেটিকোট বানিয়ে বছর দুয়েক পড়ে।তারপর পেটিকোট টা কেটে বালিশের কভার বানানো হয়।তার এক বছর পর ওই কভার গুলো ফার্ণিচার ঝাড়া-মোছার কাজে লাগিয়ে নেয়।
ব্রিটিশঃ তারপর নিশ্চয় ফেলে দাও….??বাঙ্গালীঃ মাথা খারাপ!!!তারপর ছ মাস ওটা দিয়ে জুতো মুছি…পরের ছ মাস বাইক মুছি….পরে ওটা দিয়ে ঘরের ফ্লোর মুছার কাজে লাগাই, আর সবশেষে ওটা খড়ির চুলায় কিছুটা জ্বালানীর কাজ করে….!
বৃটিশঃ আর কাপড়টা পুড়ে ছাই হয়ে গেলে…???বাঙ্গালীঃ ঐ ছাই বাসন মাজার কাজে লাগে, আরো আছে, সকাল বেলায় বাচ্চাদের দাঁত মাজার………
তারপর থেকে ব্রিটিশ ভারত ছেড়ে পালিয়েছে।