অভিনয় ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা মডেল ও অভিনেত্রী সানাই’র

অতীতের কাজের জন্য ক্ষমা চেয়েছেন সানাই

অভিনয় ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা ঘোষণা দিয়েছেন মডেল ও অভিনেত্রী সানাই’র । হিজাব পড়িহিত অবস্থায় এক ভিডিওবার্তায় সানাই বলেন, ইসলামের ছায়া তলে থেকে শান্তি খুঁজে পেতে চাই। নিজের ভুল বুঝতে পেয়েছি এবং অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এ জগতে আর ফিরছি না।

পুরোপুরি ইসলামের নিয়ম পালন করতে চাই। ইচ্ছে আছে খুব শিগগিরই হজে যাওয়ার, বাকিটা মহান আল্লাহর ইচ্ছে। ’একই সঙ্গে ইসলামের পথে যাতে তিনি চলতে পারেন, সেজন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। কারো কাছে তার ছবি থাকলে সেগুলো সরিয়ে ফেলারও অনুরোধ এই অভিনেত্রীর।

হঠাৎ কেনো এই উপলব্ধি? সানাই জানান, গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেসময় হাসপাতালের আইসিউতে থাকাকালীন অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছিলেন। করোনাভাইরাস থেকে মুক্ত হবার পরে আর অভিনয়ে নিজেকে ধারাবাহিক রাখেননি। এরপর সম্প্রতি এক ভিডিওবার্তায় অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

এই অভিনেত্রী সবশেষ অনুরোধ জানিয়ে বলেন, সকলের প্রতি অনুরোধ আমাকে নিয়ে কোনো বিভ্রান্তিমূলক খবর প্রচার করবেন না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা যেনো ধরে রাখতে পারি।

Back to top button