২০০ তরুণ তরুণীকে বিয়ের জন্য ৮ কোটি টাকা দিলেন সৌদি যুবরাজ

২০০ তরুণ তরুণীকে বিয়ের জন্য ৮ কোটি টাকা দিলেন সৌদি যুবরাজ। ২০০ তরুণ তরুণীকে বিয়ের জন্য বিয়ের তহবিল হিসেবে সাড়ে আট কোটি টাকা দান করলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান । জানা যায়, এতিম এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের বিশেষ পরিস্থিতিতে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান।

ক্রাউন প্রিন্স সালমান গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন। তিনি নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন।

এর আগে ২০১৯ সালে ক্রাউন প্রিন্স সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সে সময়  দেশজুড়ে ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি। পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।

Back to top button