এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে আবারও ভাঙল জাতীয় পার্টি

আবারও রাজনীতিতে সক্রিয় হলেন বিদিশা সিদ্দিক

এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে আবারও ভাঙল জাতীয় পার্টি। গত বুধবার এরশাদের স্ত্রী সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান করে জাপার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক এবং ছেলে রাহগীর আল মাহি শাদকে (শাদ এরশাদ) কো-চেয়ারম্যান পদে রাখা হয়েছে। এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে করা হয়েছে ভারপ্রাপ্ত মহাসচিব। আর এ নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে জাতীয় পার্টিতে আবারও ভাঙনের পক্রিয়া শুরু করলেন এরশাদ-বিদিশাপুত্র শাহতা জারাব এরিক। নতুন কমিটি গঠনের নেপথ্যে থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক। শেষে ছেলে এরিককে দিয়ে দেওয়ালেন  নতুন কমিটির ঘোষণা। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হলেন বিদিশা সিদ্দিক।

বুধবার (১৪ জুলাই) রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলেই এরিক এ কমিটির ঘোষণা করে। অনুষ্ঠানে এরিক বলেন, ‘বাবা যখন অসুস্থ ছিলেন, তখন রাতের আঁধারে চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। জিএম কাদের অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না।’

একই অনুষ্ঠানে বিদিশা বলেন, ‘আমরা এরিক এরশাদের ঘোষণা মেনে চলব। এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করব। আমাদের কেউ থামাতে পারবে না। দুই সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দেব। এরশাদ কী করেছেন, সবাইকে সেটা মনে করিয়ে দেব।’ জানতে চাইলে বিদিশা বলেন, ‘আমরা সারা দেশে কমিটি দেব। সময় মতোই সব কিছু হবে।’ অনুষ্ঠানে একটু কৌশলী জবাব দেন শাদ এরশাদ। তিনি বলেন, ‘আমরা জঞ্জালমুক্ত থাকতে চাই। বাবার জন্য দোয়া চাই।’

প্রেসিডেন্ট পার্কের স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তৃতা করেন দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ। এদিকে জাতীয় পার্টির (জাপা) নামে নতুন কমিটির বিষয়ে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বাংলা ম্যাগাজিনকে বলেন, ‘দল করার বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে একসঙ্গে দুটি দল কেউ করতে পারবেন না। গঠনতন্ত্রে এটা স্পষ্ট লেখা আছে।’ জাপার নতুন কমিটি প্রসঙ্গে জিএম কাদেরের কাছে  জানতে চাইলে তিনি বাংলা ম্যাগাজিনকে বলেন, ‘এটা আমরা জানি না। এটা আমরা গ্রহণ করিনি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল করার অধিকার যেকোনো মানুষেরই আছে, তবে কেউ একসঙ্গে দুটি দল করতে পারবেন না।’

এব্যাপারে জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বাংলা ম্যাগাজিনকে বলেন, ‘এরশাদ না থাকলে জাতীয় পার্টি থাকবে না, আজ আমরা সে ভুল প্রমাণ করেছি। জাতীয় পার্টি একটি আদর্শ। জাপা সংসদে যেভাবে বিরোধী দলের ভূমিকা পালন করছে, আমার মনে হয় না এমনটা আর কেউ করতে পেরেছে।’

এদিকে নতুন কমিটি প্রসঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু বাংলা ম্যাগাজিনকে বলেন, ‘এটা বোগাস কমিটি। আলোচনায় থাকার জন্যই বিদিশা এমনটা করছেন। বিশেষ করে এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য না করায় তিনি ইন্ধন জুগিয়ে নতুন কমিটি দিয়েছেন। অথচ রওশন এরশাদই কিছু জানেন না।’

সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বাংলা ম্যাগাজিনকে বলেন, ‘চেয়ারম্যান এরশাদ মারা যাওয়ার পর একবার ঝামেলা হয়েছিল। আমি মহাসচিব হিসেবে দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছি। এখন বিদিশা যা করছেন, এগুলো কর্মচারীর মতো।’ বিদিশার সারাদেশে কমিটি দেওয়ার ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘যদি তারা সারা দেশে কমিটি দিতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব। এসব ভণ্ডামি।’

দলের প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ বাংলা ম্যাগাজিনকে বলেন, ‘চেয়ারম্যান এরশাদ মারা যাওয়ার পর কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদের নির্বাচিত হয়েছেন। শতভাগ নেতাকর্মী জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিতে আছেন।’ তিনি জানান, নির্বাচন কমিশনে সব তথ্য জমা আছে। পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের নাম এবং প্রতীক লাঙ্গল বরাদ্দ আছে। পার্টির আয়-ব্যয়ের হিসাব ইসিতে নিয়মিত জমা দেওয়া হচ্ছে। এ নামে চাইলেই আরেকজন একটি পার্টি ঘোষণা করতে পারেন না। এর কোনো গ্রহণযোগ্যতা নেই।’

Back to top button