খাসির মাংস না পেয়ে অন্য নারীকে বিয়ে করলেন বর

খাবারের তালিকায় খাসির মাংস না পেয়ে বিয়েই ভেঙে দিলেন এক বর। কনের বাড়িতে খেতে বসে খাসির মাংস না পাওয়ায় অদ্ভূত এই কাণ্ড করে বসেছেন তিনি। পরে কনের বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করেছেন অন্য এক নারীকে।

শুনতে অবিশ্বাস্য মনে হলেও এ ঘটনা ঘটেছে ভারতের ওডিষ্যা প্রদেশে। দেশটির একটি সংবাদমাধ্যম বলছে, বিয়ের দিন খাবারের তালিকায় খাসির মাংস না পেয়ে রেগে আগুন হয়ে যান বর। সোজা বিয়েবাড়ি থেকে রওয়ানা দেন বাড়ির পথে। তবে ফেরার পথে অন্য এক নারীকে বিয়ে করে তাকে নিয়ে হাজির হন বাড়িতে। ২৭ বছর বয়সী ওই বরের নাম রমাকান্ত পাত্র।

Back to top button