টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক : রাতে শুরু হতে যাচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল। শীর্ষ আট দলের এবার শিরোপার দিকে আরেক পা বাড়ানোর লড়াই। আজ রাতে ইউরোর কোয়ার্টার ফাইনালের দু’টো ম্যাচ অনুষ্ঠিত হবে। ফ্রান্সকে চমকে দিয়ে শেষ আটে পা রাখা সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে হাইভোল্টেজ ম্যাচে ৪ বারের বিশ্বকাপজয়ী ইতালির প্রতিপক্ষ বেলজিয়াম।

এদিকে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল নামছে মাঠে। তাদের প্রতিপক্ষ চিলি।

আজকের খেলা :

ইউরো চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনাল :

সুইজারল্যান্ড বনাম স্পেন, রাত ১০টা (সনি টেন ২ ও সনি সিক্স)

বেলজিয়াম বনাম ইতালি, রাত ১টা (সনি টেন ২ ও সনি সিক্স)

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল :

পেরু বনাম প্যারাগুয়ে, রাত ৩টা (সনি টেন ২ ও সিক্স)

ব্রাজিল বনাম চিলি, আগামীকাল ৬টা (সনি টেন ২ ও সিক্স)

Back to top button