হবিগঞ্জে পুলিশের মোটরসাইকেলে আগুন,পিকআপ ভ্যান ভাঙচুর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আজ রোববার পুলিশের দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা। এ হামলায় আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলামসহ পুলিশের ছয়জন আহত হয়েছেন। ওসি নুরুল ইসলাম বলেন, ‘বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে হঠাৎ করে একদল লোক আমাকে বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালায় এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে মোটরসাইকেল দুটি পুড়ে ছাই হয়ে গেছে।’

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি নুরুল ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে নিহতের প্রতিবাদে আজ দেশজুড়ে হরতাল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গত শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে ও যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ ও সরকারি দলের লোকজন। এ ছাড়া সেদিন চট্টগ্রামের হাটহাজারীতে চারজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার সারা দেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম

Back to top button