এবার আপত্তিকর মন্তব্যকারীকে সতর্ক করবে ইউটিউব

নিজেদের প্ল্যাটফর্মে আপত্তিকর মন্তব্য রোধ এবং সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে নতুন একটি ফিচার এনেছে ইউটিউব। আপত্তিকর মন্তব্য পোস্টের সময় ব্যবহারকারীকে পুনর্বিবেচনার সুযোগ দেবে এই ফিচার। কোনও ইউটিউব ব্যবহারকারী আপত্তিকর মন্তব্য পোস্ট করার আগে তাকে জিজ্ঞাসা করা হবে, মন্তব্যটি এভাবেই পোস্ট করতে চান, নাকি কোনও পরিবর্তনের জন্য সময় নেবেন।

ইউটিউবের এআইভিত্তিক ব্যবস্থায় কাজ করবে এই ফিচার। কোনও মন্তব্য আপত্তিকর হিসেবে শনাক্ত হলে পুনর্বিবেচনার সুযোগ দিয়ে কমেন্টকারীকে নোটিফিকেশন পাঠানো হবে।

কনটেন্ট নির্মাতাদের আরও ভালোভাবে মন্তব্য ব্যবস্থাপনা এবং দর্শকের সঙ্গে তাদের যুক্ত হতে সহায়তা দেবে নতুন ফিল্টারটি। অনুপযুক্ত ও বেদনাদায়ক মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনার জন্য এই ফিল্টারের মাধ্যমে জমিয়ে রাখা হবে। কনটেন্ট নির্মাতারা না চাইলে কখনোই মন্তব্যগুলো তাদের পড়তে হবে না।

তথ্যসূত্র: দ্য ভার্জ।

Back to top button