আসছে বছরের ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দল। প্রাথমিকভাবে এ সফরে পাঁচটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। তবে সেই সংখ্যা থেকে কমিয়ে আনা হয়েছে আর তার বদলে যোগ করা হয়েছে বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ। গত মঙ্গলবার সূচির এই পরিবর্তন নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি। মূলত আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে করা হয়েছে এই পরিবর্তন।
আর এই পরিবর্তনের ফলে এখন পূর্ণাঙ্গ সিরিজটিতে থাকছে চার টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ।
উল্লেখ্য, এই সিরিজটি ছিল মূলত চলতি এই বছরের সেপ্টেম্বরে। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু ক’রোনাভা’ইরাস পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বরে হতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অনিশ্চয়তার কারণে বাতিল করা হয় ইংল্যান্ডের সেই সফর। এখন আগামী ফেব্রুয়ারিতে মোট ১২টি ম্যাচ খেলতে ভারত সফর করবে ইংলিশরা।
এ ব্যাপারে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘চার টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। আট-নয় বা দশ দল নিয়ে টুর্নামেন্ট করার চেয়ে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা সহজ।’
ইংল্যান্ডকে ঘরের মাঠে স্বাগত জানানোর বিষয়ে ক’রোনা পরিস্থিতির কথাও মাথায় রেখেছেন গাঙ্গুলি, ‘অনেকেই করোনার দ্বিতীয় স্রোতের ব্যাপারে সতর্ক করছেন। আমরা এরই মধ্যে শুনতে পেয়েছি যে মুম্বাই ও দিল্লিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই সবকিছু ভালোভাবে শেষ করার জন্য আমাদের সতর্ক-সাবধানী থাকতে হবে।’
আগামী আইপিএল নিয়ে এদিন গাঙ্গুলি বলেছেন, ‘পরের আইপিএলের আর মাত্র ৫ মাস বাকি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ভারতে আয়োজন করার জন্য।’