বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক মেসেঞ্জারে চালু হয়েছে ভ্যানিস মোড

মেসেঞ্জারে কোনো বার্তা একবার পড়ার পর এবং চ্যাট ছেড়ে বের হওয়ার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে ফেসবুক মেসেঞ্জারে চালু হয়েছে এ সংক্রিয় সিস্টেম। ইনস্টাগ্রামে এটি চালু করা হবে বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ব্যবহারকারীরা মেসেঞ্জারে ‘ভ্যানিস মোড’ নামে ওই অপশনটি চালু করলেই তা কাজ করবে। গত ১২ নভেম্বর এটি চালু করেছে ফেসবুক। এর ফলে মন খুলে কথা বলা যাবে মেসেঞ্জারে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হয়েছে। ক্রমান্বয়ে সব দেশেই তা চালু করা হবে। ভ্যানিস মোড থেকে চাইলে ফেসবুক ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো নিয়মিত চ্যাটেও ফিরতে পারবেন।

দ্য সান জানিয়েছে, খুব সহজেই ব্যবহারকারীরা এটি চালু করতে পারবেন। এর ফলে ব্যবহারীর গোপন আলাপ সয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপও এরকম অপশন চালু করেছে।

Back to top button